প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৬ পিএম (ভিজিট : ৬২৮)
মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্বামী তুফান শেখ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৮মাস যাবত তারা এখানে ভাড়া করে থাকতেন। সোমবার সকালে মেয়ের (আনিকা) মামাকে তুফান ফোন করে বলেন আপনার ভাগ্নি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মেয়ের মামা বাড়ীতে এসে দেখেন ঘরের দরজা বাহির থেকে শেকল দিয়ে আটকানো রয়েছে। পরে শেকল খুলে ভিতরে ঢুকে দেখেন তার ভাগ্নি (আনিকা) খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
নিহত আনিকার মা বলেন, আমার মেয়ে আনিকা তার নানা বাড়ীতে থাকা অবস্থায় পরিচয় গোপন রেখে ৫বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করেন তুফান। জামাই তুফান তখন কোন কাজ করতেন না, তা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জামাই। তাদের সংসারে ৫বছরের তাসনিম নামের একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলতো রাগ হয়ে গেলে কোন সময় যেনো আপনার মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছেন। আমি এর বিচার চাই।
এ বিষয় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টায় আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। খবর শুনেই আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যা হতে পারে। তবে লাশ ময়না তদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এএ/