সিলেটে সাংবাদিক হত্যায় সাবেক ওসি মঈন আটক
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২০ পিএম (ভিজিট : ৩২৪)
সাংবাদিক হত্যার দায়ে হবিগঞ্জের মাধবপুর থেকে সিলেট কোতোয়ালী থানার সাবেক ওসি মঈন উদ্দিনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার ৬নং এজাহারভুক্ত আসামি।
নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, বিজিবি সদস্যরা তাকে আটকের পর মাধবপুর থানায় হস্তান্তর করেছে।
সময়ের আলো/এএ/