ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ত্রিপুরায় আটক ১১ জন বাংলাদেশি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০২ এএম  (ভিজিট : ২৩৪)
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ভারতের  ত্রিপুরায রাজ্যে আটক হলো ১১ জন বাংলাদেশি নাগরিক। 

ত্রিপুরার আগরতলার কাছে একটি রেল স্টেশনে আরপিএফ ও জিআরপি এফের যৌথ অভিযানে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ বাংলাদেশি সহ ৩জন ভারতীয় দালালকে আটক করা হয়। 

পুলিশের হাতে আটক বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। তারা বাংলাদেশের খাগড়াছড়ি ও নড়াইল জেলার বাসিন্দা। 

জানা গিয়েছে, আটক বাংলাদেশিরা হলেন মহম্মদ রুবেল, কামরুল হোসেন, মহম্মদ সায়েম, কাশেম, মহম্মদ আইয়ুব আলি, সোহাগ মিয়া, মহম্মদ কামাল উদ্দিন, মানোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জ্বলি বেগম, প্রবীণ বেগম।  

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। তারা রেলের মাধ্যমে ভারতের অন্য রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের সঙ্গে তিনজন ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন আসামের প্রসেনজিৎ সরকার, তার বাড়ি শিলচরে। বাকি দুজন নিয়ামত হোসেন ও পিন্টু মিয়া ত্রিপুরা রাজ্যের। তারা তিনজন অবৈধ উপায়ে বাংলাদেশিদের ত্রিপুরাতে প্রবেশ করতে সাহায্য করেছে।  

ওসি জানিয়েছেন, আটক ১১ জন বাংলাদেশির বিরুদ্ধে বিনা পাসপোর্ট আইনে মামলা দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close