ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মব জাস্টিসের নামে সন্ত্রাস বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৭ পিএম  (ভিজিট : ১৩২)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার বিচারসহ মব জাস্টিসের নামে সন্ত্রাস বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “মব-সন্ত্রাস নির্মূলে, আওয়াজ তুলি ঐক্যে উচ্চস্বরে” স্লোগানে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের ফটকে স্লোগানে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের নাগরিক, শিক্ষক-সাংবাদিক, ছাত্রজনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ যুবক তোফাজ্জল হত্যা পুরো দেশের মানুষকে ব্যথিত করেছে। বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে সন্ত্রাস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড কারো কাম্য নয়। সুন্দর দেশে গঠনে সবার আগে প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠান। কেউ যেনো আইন নিজের হাতে তুলে নিতে না পারে। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এসব ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও যথোপযুক্ত বিচার করতে হবে।

খুন-সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, বিগত বিভিন্ন সরকারে সময় গুম-খুনে ঘটনা ঘটেছে। যা এখনো চলতে পারে না। তোফাজ্জল-আবরার আর কতকাল, শিক্ষা-সন্ত্রাস একসাথে চলতে পারে না। বিচার হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধে বর্তমানে বিশৃঙ্খলা কারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতার দাবি তাদের।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজুল, জাহিদ, আজিম, আদনান সাকিব প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মব জাস্টিস-বন্ধের দাবি   মানববন্ধন   মুন্সিগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close