ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কালিয়াকৈরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৫ পিএম  (ভিজিট : ২৬০)
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৌচাক তেলিরচালা এলাকায় কোকাকোলা ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কোকাকোলা ফুড লিমিটেড কারখানায় প্রায় আট হাজার শ্রমিক রয়েছে। বিগত দিনে সরকার সারা বাংলাদেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও ওই কারখানার শ্রমিকদের এখনো কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। বেতন বৃদ্ধি নিয়ে কারখানার কর্তৃপক্ষদের সাথে বারবার শ্রমিকদের বৈঠক হলেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুরাহা না করায় আজ (রোববার) সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close