ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

এক জালে ধরা পড়ল লক্ষাধিক টাকার ইলিশ
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৯ পিএম  (ভিজিট : ৩৩২)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নৌকার মালিক হাফেজ ইয়াকুবের জালে ১১০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে মাঝিমাল্লারা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে ধরা পড়া মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন।

জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ শিকার করে মেরিন ড্রাইভ উত্তর লম্বরী ঘাটে মাছগুলো বিক্রির জন্য আনা হয়। মাছ ব্যবসায়ীরা আবুল কাশেম প্রকাশ ভুলু খবর পেয়ে নৌকার ঘাটে গিয়ে ১১০ পিস ইলিশ মাছ দেখতে পাই। পরে নৌকার মাঝি ১ লাখ ৫০ হাজার টাকা মাছের দাম বলেন। ব্যবসায়ীরা দাম হাঁকাহাঁকি করে ১ লাখ ২১ হাজার টাকা দামে ক্রয় করেন। ১২’শ গ্রামের মাছ প্রতি কেজি ১৫’শ টাকা দামে মোট ৫৫ কেজি মাছ। ৮শ ও ৯শ গ্রামের মাছ প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দামের মোট ৩০ কেজি। এবং ৪’শ থেকে ৫’শ গ্রামের মাছ প্রতি কেজি ৭’শ টাকা দামের মোট ১১ কেজি।

নৌকার মাঝি আমির আহমদ জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাঝিমাল্লাসহ আমরা ৫ জন সাগরে মাছ শিকার করতে যায়। পরে সাগরে জাল ফেলে মধ্য রাতে জাল টেনে তুলতেই দেখতে পাই ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইলিশ মাছ গুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। মাছ শিকার করতে পারলে আমাদের সংসার সুন্দর ভাবে চলতে পারে। তাই আমরা জেলেরা অনেক খুশি হয়েছি।

নৌকার মালিক হাফেজ ইয়াকুব জানান, গতকাল দুপুরে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাঝিমাল্লারা মাছ শিকার করতে যায়। মধ্যে রাতে নৌকার মাঝি আমির আহমদ ফোন করে বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ইলিশ মাছ পেয়েছি।’ ভোরের ৬টার দিকে নৌকা ঘাটে গিয়ে দেখি অনেক ইলিশ মাছ পেয়েছে , গণনা করে দেখি ১১০ পিস ইলিশ মাছ। মাছগুলো দেখে অনেক খুশি হয়েছি।

টেকনাফ উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান, মাছ ধরা বন্ধের নির্দেশনা মেনে চললে জেলের জালে ছোট-বড় অনেক বেশি বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  জেলের জালে ইলিশ মাছ   লম্বরী মাছ ঘাট   টেকনাফ   কক্সবাজার জেলা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close