ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম  (ভিজিট : ২৪৪)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভার ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঘনিয়ার পাড় চৌরাস্তা বাজারে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এড. ফজলুল হক সরকার হান্নান।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান। 

এ সময় আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, সিনিয়ার যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদল নেতা কাইউম মুন্সি, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নূর নবী মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা নবির হোসেন, অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক  ফিরোজ আহমেদ। 

বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও বিএনপির জাতীয় নির্বহি কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীনের  নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি, বেসরকারি অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর এবং ক্ষতি  করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close