ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৬০)
সিলেটের জৈন্তাপুর গোশাইনঘাট উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)। এছাড়া গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল হাওরে বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এসময় তিনি বজ্রবৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

একই সময়ে গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল হাওরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে গোশাইনঘাট থানা পুলিশ জানিয়েছে।

এদিকে প্রচণ্ড গরমে অস্থির হয়ে সিলেটেবাসীর কয়েকটা দিন কেটেছে বৃষ্টির প্রতীক্ষায়। শনিবার বেলা দেড়টা থেকে সিলেট জুড়ে শুরু হয় তুমুল বজ্রসহ বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি ফিরে নগরজীবনে। এর আগে আজ (শনিবার) দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। গত কয়েক দিনের ৩৮/৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে অতিষ্ঠ নগরবাসী একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হলে স্বস্তি ফিরে আসে। বৃষ্টিতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে পড়ে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, বজ্র বৃষ্টি হয়েছে সিলেটে। তা আপাতত চলবে বলে পূর্বাভাস রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে মৃত্যু-বজ্রসহ বৃষ্টি   সিলেট বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close