ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

‘শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করলে সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়’
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৭ পিএম  (ভিজিট : ৩৩৪)
চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কলেজ,উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সাচার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষকরাই সমাজ উন্নয়নে গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করলে সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, বিএনপি নেতা অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, অ্যাড. মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ প্রমুখ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close