ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম  (ভিজিট : ২৫৮)
সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী দুমকি উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দুমকি নতুন বাজার এলাকায় সংবাদকর্মীদের ঘন্টাব্যাপী মানব বন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব দুমকি'র সভাপতি  মোঃ হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন- দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন- বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ প্রকাশ করায় তার স্ত্রী কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। মামলা দিয়ে হয়রানী করে সংবাদকর্মীদের টুঁটি চেপে ধরা হচ্ছে। এমন পরিস্থিতির প্রতিকার চেয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়।

উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়।  তার জের ধরে আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম বাঁদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close