ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাবার সঙ্গে তাজের এই ছবি এখন কেবলই স্মৃতি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২০ পিএম আপডেট: ২০.০৯.২০২৪ ৭:২৫ পিএম  (ভিজিট : ২১১৯)
বিষাক্ত সাপের কামড়ে তাহামুল ইসলাম তাজ নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত শিশু তাজ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পুলিশ দম্পতি কনস্টেবল সিফাত কাজী ও তানজিলা আক্তারের কনিষ্ঠ ছেলে। পুলিশ কনস্টেবল সিফাত কাজী ভোলায় ও তানজিলা আক্তার ঝালকাঠিতে কর্মরত।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারকাঠি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নিহত শিশু তাহামুল ইসলাম তাজ। ছবি: সংগৃহীত

নিহত শিশু তাহামুল ইসলাম তাজ। ছবি: সংগৃহীত


জানা গেছে, দাদির সঙ্গে তাজ তার ফুফুর বাড়ি পটুয়াখালীতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মভীরু তাজ ফুফুর বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে যেতে চেয়েছিল। গুড়িগুড়ি বৃষ্টির কারণে মসজিদে যেতে পারেনি সে। হঠাৎ তাজের ডাক-চিৎকার শুনে মাগরিবের নামাজরত তার ফুফু পারভীন দৌড়ে গিয়ে দেখতে পান কালো রাঙের একটি সাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং দংশনে তাজের ডান পা থেকে রক্ত ঝরছে। তাৎক্ষনিক তাজকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ফোঁটার আগে অঙ্কুরে ঝড়ে পড়া ফুলের মত তাজের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। প্রাণ প্রিয় ছেলেকে হারিয়ে বাবা-মা ও নাতিকে হারিয়ে দাদি পাগল প্রায়। গোটা এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্বজনদের আহাজারি ও কান্না-বিলাপ সবাইকে অশ্রুজলে ভাসাচ্ছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাপের কামড়ে শিশুর মৃত্যু   বানারীপাড়া   বরিশাল বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close