ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাধ্যতামূলক অবসরে হবিগঞ্জ কারাগারের জেল সুপার
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম  (ভিজিট : ৩৭৪)
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সিনিয়র সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর মো. নেছার আলম হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই চার কারা কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী অবসর জনিত সুবিধাদি পাবেন।

এর আগে তিনি দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে এসেছেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা। 

এদিকে নেছার আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি করে দেশে বিদেশে টাকার পাহাড় গড়েছেন। জেল খানার ভিতরে কয়েদিদের দিয়ে নিজের বাসার আসবাবপত্র তৈরি করাতেন। কারাগারের ভিতরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন। নামে বেনামে দেশে-বিদেশে সম্পদ গড়ে তুলেছেন। এসবের অভিযোগে ২০২২ সালের ৩০ মে দুদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাধ্যতামূলক অবসর-জেল সুপার   হবিগঞ্জ জেলা কারাগার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close