প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৭ পিএম আপডেট: ১৯.০৯.২০২৪ ৮:৪৮ পিএম (ভিজিট : ১৬৪৭)
দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ শাহনেওয়াজ করিম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় দৈনিকটির সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৬০ সালের ১৮ মার্চ কুষ্টিয়ায় জন্ম নেওয়া সৈয়দ শাহনেওয়াজ পাঁচ দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজকের কাগজ, যুগান্তর, ভোরের কাগজ, জনকণ্ঠ, সমকাল, আলোকিত বাংলাদেশ, মানবকণ্ঠে কাজ করেছেন।
আনুষ্ঠানিকভাবে সময়ের আলোর সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করায় সাংবাদিকরা সৈয়দ শাহনেওয়াজকে ফুল দিয়ে বরণ করে নেন।
সৈয়দ শাহনেওয়াজ বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সময়ের আলো/জেডআই