ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

দলীয় নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে অভিযোগ করার নির্দেশ আওয়ামী লীগের
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  (ভিজিট : ২২৪)
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে যেতে নির্দেশ দিয়েছে দলটি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে আগামী ৬০ দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে। আর জনপ্রশাসনের এই প্রজ্ঞাপনের পরই নিজেদের উপর হামলার ব্যাপারে অভিযোগ জানাতে সেনাবাহিনীর দারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয় আওয়ামী লীগ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দলীয় নেতাকর্মীদের এ নির্দেশনা দেয়া হয়। 

এতে বলা হয়, আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরীও করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। ক্ষতিগ্রস্থ সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সব অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close