ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পাপুয়া নিউগিনিতে স্বর্ণ খনির দখল নিয়ে গোলাগুলিতে নিহত ৩৩
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৩ এএম  (ভিজিট : ২৬৪)
পাপুয়া নিউগিনিতে স্বর্ণ খনির দখল নেয়াকে কেন্দ্র করে উপজাতি গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং জানান, পোরগেরা স্বর্ণ খনিকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়। খনি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। 
 
গত আগস্ট মাস থেকে পোরগেরা সোনার খনিতে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এলাকাটি আগে থেকেই পিয়ান্দে গোষ্ঠীর দখলে ছিল। কিন্তু গত আগস্টে পিয়ান্দের মালিকানাধীন জমিতে সাকার উপজাতিদের বসতি গড়ে তোলার পর থেকেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। 
 
পুলিশ জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) দুই গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গোলাগুলির ঘটনা ঘটে।
 
 এটি পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম খনি। এই অঞ্চলের স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close