ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

শয়নকক্ষে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৪ পিএম আপডেট: ১৬.০৯.২০২৪ ২:৪২ পিএম  (ভিজিট : ১৫৩)
রাজশাহীতে শয়নকক্ষে পড়েছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ। মহানগরীর শাহমখদুম থানা এলাকার রায়পাড়া গোরস্থান এলাকায় তিনি একাই থাকতেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধার নাম শ্রী রাণী (৬০)। তিনি মৃত অজয় রায়ের স্ত্রী। তার আপন বলতে কেউ ছিল না। তার ছেলে মেয়েও নাই।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ওই বৃদ্ধা নারী তার বাসার মধ্যে ঢুকে যান। আজ (সোমবার) সকাল আটটার দিকে প্রতিবেশীরা খোঁজ না পেয়ে তার শয়নকক্ষে গিয়ে দেখেন গলাকাটা অবস্থায় পড়ে আছে। প্রতিবেশীরা আমাদের জানানোর পর সেখানে ফোর্স পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে। মরদেহ ঘটনাস্থলে রাখা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসেছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনারও পরিদর্শন করেছেন। কি কারণে এই হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার বাসা থেকে কিছু হারিয়ে কিনা তাও তদন্ত করা হচ্ছে। তার সাথে কারও বিরোধ ছিল না বলে জানিয়েছে প্রতিবেশীরা।

তার পরিবারের কেউ না থাকে পুলিশ বাদী হয়ে এই মামলা করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার   রাজশাহী বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close