ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি
ঢাকায় আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ পিএম  (ভিজিট : ১৮২)
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি চালানোর অভিযোগে দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ সদস্যরা। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  র‌্যাব জানায়, ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে তিনি মাজহারুল ইসলাম ঢাকার বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন  ম ইমরান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। 

একই অভিযোগে মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলাও রয়েছে। এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোববার সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। তাকে কিশোরগঞ্জ সদর থানায় সোপর্দ করা হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close