ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ
বিএনপির নাম ভাঙ্গিয়ে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম  (ভিজিট : ২৪৪)
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মহুরী ওরেফে জেএমবি মামুন, কুখ্যাত জেএমবি ক্যাডার মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রতন খামারু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, ছাত্রদল নেতা কাউসার ও সাব্বিরসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গত ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে। কিন্তু উল্টো তারা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, শ্রমিক ইউনিয়নে ২৪ জন সদস্য রয়েছে। যাদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পদ বহন করে। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামি জেএমবি ক্যাডার মামুন মহুরি ও রতন খামারুসহ কিছু ছাত্রদল নেতাদের ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় আমাকে প্রধান আসামি করে মামলা করেছে বলেও অভিযোগ করেন বেলাল উদ্দিন।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এরা সবায় শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক ইউনিয়ন দখলের অভিযোগ   সংবাদ সম্মেলন-বিএনপি   রাজশাহী বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close