ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ডাক্তারদের কর্মবিরতিতে ২৯ মৃত্যু, ক্ষতিপূরণের ঘোষণা
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৫ এএম  (ভিজিট : ৩৮৪)
‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে রাজি থাকার জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা উল্লেখ করেন। এদিকে আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। শুক্রবার মৃতদের প্রতি পরিবারকে ২ লাখ করে ভারতীয় টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা। 

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘যারা আজ আর জি করের অচলাবস্থার অবসান প্রত্যাশা করেছিলেন, আমি বাংলার (সেসব) মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারা (জুনিয়র চিকিৎসক) নবান্নে (পশ্চিমবঙ্গে রাজ্য সচিবালয়) এসেছিলেন, কিন্তু বৈঠকে বসেননি। আমি তাদের কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত। কারণ তিন দিন ধরে আমার সর্বোচ্চ সদিচ্ছা ও চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা আলোচনায় বসতে রাজি হননি।’ পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চান বলে জানান তিনি।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ সারা ভারতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে চিকিৎসকদের অংশগ্রহণের ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজ্য সরকারের অভিযোগ অনুযায়ী ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। শুক্রবার মমতা বলেছেন, ‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ২ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’ 

মমতার দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা। তাদের দাবি, কোনো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন। তারা বাড়তি পরিশ্রম করছেন। কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না। রাজ্যের দাবির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশায় এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতিকে কাঠগড়ায় তুলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close