ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

হাতিয়ায় মাছ ধরার ৪ ট্রলার ডুবি, নিখোঁজ ৩০ জেলে
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৪ ১০:১২ পিএম  (ভিজিট : ৩৮৩)
নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৪টি মাছ ধরার ট্রলার ডুবে ৩০ জনের বেশি জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ জেলেদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তবে তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে আমতলী ঘাটের ১টা, বুড়ির দোনা ঘাটের ২টা, কাদেরিয়া ঘাটের ১টা ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকটি ট্রলার নিখোঁজ হয়েছে বলে স্থানীয়রা জানায়। 

হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, সন্ধ্যায় বৈরি আবহাওয়ায় মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। বেশিরভাগ ট্রলারগুলো মাছ ধরা ট্রলার ও ছোট-ছোট ট্রলার ছিল। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অনেকগুলো ট্রলার ডুবে যাওয়ার তথ্য আসছে আমাদের কাছে। অনেক জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য স্থানীয়রা কাজ করছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কথা বলার জন্য হাতিয়া কোস্টগার্ড ও হাতিয়া থানায় একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বৈরী আবহাওয়া-ট্রলারডুবি   নদীতে জেলে নিখোঁজ   হাতিয়া-নোয়াখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close