ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আর কোন দেশের দাসত্ব নয়, সম্মান নিয়ে বেঁচে থাকব: মামুনুল হক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম আপডেট: ১২.০৯.২০২৪ ১১:২১ পিএম  (ভিজিট : ৩০২)
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ আর কোন দেশের দাসত্ব করবে না। সম্মান নিয়ে বেঁচে থাকব। এই দেশে মুসলিম বিরোধী কর্মকাণ্ড হলে এই দেশের মানুষ তা মেনে নেবে না। আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে, সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন অর্জন ধরে রাখা। তাই এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে।  

একই সাথে তিনি বলেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র আগামী দিনের এই দেশের মানুষ এক হয়ে প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা ও মহানগর আয়োজনে গণসমাবেশে তিনি কথা বলেন। 

মামুনুল হক বলেন, ৫ আগস্ট এর গণঅভ্যুত্থান ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে, বিপ্লবকে ছিনতাই করায় পায়তারা চলছে। আমাদের অতীতের অনেক অভিজ্ঞতা রয়েছে। ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল তা ছিল বৈষম্যের বিরুদ্ধে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা যাবে না, এই বিপ্লবী ছিল মুক্তির সংগ্রাম।

এ সময় তিনি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করব, আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তবে সেই হাত আমরা উপড়ে ফেলবো। 

তিনি আরও বলেন, দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, খুবই ভালো তবে তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শেখ হাসিনা এবং তার দোসর যারা এই দেশে গুম, খুন, করেছে, এই দেশের অর্থ বিদেশে যারা পাচার করেছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রয়োজনে ইন্টার পোলে রেড অ্যালার্ট জারি করে তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান। সমাবেশে বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ খেলাফত মজলিস   মহাসচিব-আল্লামা মামুনুল হক   খুলনা বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close