ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ পিএম আপডেট: ১২.০৯.২০২৪ ৮:৫৫ পিএম  (ভিজিট : ৩৫৬)
শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত আড়াইহাজার থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১১’র চৌকস একটি দল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদমজী অবস্থিত র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

এ সময় আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

এর আগে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এইসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  লুণ্ঠিত অস্ত্র-গুলি উদ্ধার   আড়াইহাজার থানা   সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close