ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও এজিএম অবরুদ্ধ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৬৮)
ঘনঘন লোড‌শে‌ডিং অতিষ্ঠ হয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ কাপাসিয়া জোনাল অফিস ঘেরাও করেছে স্থানীয় উত্তেজিত  জনতা। এ ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ জোনাল অফিস এর এজিএম রিফাত ভুইয়াকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা। গত সপ্তাহব্যাপী জেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে চার শতাধিক মানুষ একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কাপাসিয়া শহরের খালেদ খুররম এর বাসায় সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

কাপাসিয়া থানার পরিদর্শক অপারেশন সন্জয় সাহা জানান, বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। কিছু লোকজন বিক্ষোভ করছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। 

বিক্ষোভকারীদের দাবী, ঘনঘন লোড‌শে‌ডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, বিদ্যুৎ বিল এর অস্থিতিশীলতা, বিদ্যুৎ অফিসের কর্মচারীদের খারাপ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ হচ্ছে। বুধবার দুপুর থেকে টানা ২৪ ঘণ্টায় অন্তত ১০ বার ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

বিক্ষোভকারী লিয়ন ও তারেক মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না কাপাসিয়া মানুষ। এতে জনজীবনে দুর্ভোগ তীব্র আকার ধারণ করায় আমরা সাধারণ মানুষের পক্ষে এ প্রতিবাদ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ অফিসের এক কর্মচারী  জানান, উপজেলায় কিছু কোম্পানি আছে যেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেনা কর্তৃপক্ষ।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ জোনাল অফিসের প্রকৌশলী আনিছুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো। 

এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ জোনাল অফিস ডিজিএম রুহল আমীন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি ২ অধীন ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুতের বরাদ্দ কমে যাওয়ায় কাপাসিয়া উপজেলার ৭ মেঘওয়াট দিতে হচ্ছে। তিনি বলেন, অফিস ঘেরাও করেছে। এজিএম অবরুদ্ধ। আমি অফিসের কাজে রাজেন্দ্রপুরে আছি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close