ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন উৎপাদনে ব্যাহত হচ্ছে শিল্প কারখানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৫ এএম  (ভিজিট : ১৮৮)
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।

জানা গেছে,কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকের আন্দোলন, ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো। গত কয়েকদিন ধরে উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পোল্ট্রি খামারীরা পড়েছে বিপাকে। সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওইসব ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক লোণ নিয়ে তারা ব্যবসা করে আসছে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। গরমের কারণে শিশুসহ নানা বয়সের মানুষের ডাইরিয়াসহ নানা রোগ বালাই দেখা দিচ্ছে। লোডশেডিংয়ে ঠিক মতো ঘুমাতে পারছে না।

কালিয়াকৈরে ক্ষুদ্র (মুরগী) ব্যবসায়ী জাহিদ হোসেন জানান,ধার-দেনা,ব্যাংক লোণ নিয়ে এ ব্যবসা করছি। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অনেক মুরগী মরে যাচ্ছে।এতে আমরা কি করে ঋণ পরিশোধ করবো,পরিবার নিয়ে কিভাবে চলবো।

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী ইঞ্জিনিয়ার (ডিজিএম) মিজানুর রহমান জানান, জাতীয় গ্রেডে সমস্যা, এরিমধ্যে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকট,ভারতীয় আদানী গ্রুপের বিল বকেয়া। যার ফলে বিদ্যুতের সংকট কেটে উঠতে একটু সময় লাগবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close