ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সংঘর্ষের ঘটনায় রাজধানীর দুই কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫১ পিএম  (ভিজিট : ১৫৬)
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে উভয় কলেজের কলেজ কর্তৃপক্ষ।   

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষকদের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ক্লাস বন্ধের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১১ ও ১২সেপ্টেম্বর কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসসমূহ স্থগিত থাকবে। অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস যথারীতি চলবে। 

এছাড়াও অনলাইনে এক বার্তায় আইডিয়াল কলেজের অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ সেপ্টেম্বর) কলেজের ক্লাসসমূহ বন্ধ থাকবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে  যথারীতি ক্লাস চলবে। 

প্রসঙ্গত, সাইন্সল্যাব মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় কলেজের ১৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close