ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যুবদল নেতার বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫২ পিএম  (ভিজিট : ২৬৪)
পটুয়াখালীতে ফিরোজ আশরাফ নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল নেতা সাইফুল মৃধা, আক্রাম সিকদার ও রিমানুল ইসলাম রিমুসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঐ ভুক্তভোগী ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় লগ্নে জেলা যুবদলের নেতা সাইফুল মৃধা ও রিমুসহ প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী আমার বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনের আশ্রয় নিতে বলেন। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হলে আদালত ২৪ ঘণ্টার মধ্যে সদর থানা ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে মামলা নেয়া হয়নি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। এ বিষয়ে জানার জন্য সদর থানার ওসি মোঃ জসিমের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি কল রিসিভ করেন নি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close