ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

পুলিশ হেফাজত থেকে পালালো যুবলীগ নেতা, ওসিসহ প্রত্যাহার ৪
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১০ পিএম  (ভিজিট : ৪৫২)
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে থাকা সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ নেতা পালিয়ে গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলামসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। 

অন্যরা হলেন- ডিউটি অফিসার এস আই নাছিমা আক্তার, এস আই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হক। তাদের প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে বর্তমান ওসির স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএসবি চট্টগ্রামের পুলিশ সুপার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এই তথ্য জানা যায়।

এরআগে একইদিন সকালে উপজেলার কলাউজান বাংলা বাজার সংলগ্ন বাহাদুর পাড়ায় আবদুল আলম নামে একজনের বাড়ি থেকে একাধিক মামলার আসামি আত্মগোপনে থাকা যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন। সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সাইফুল।

পুলিশ সূত্রে জানা যায়, পলাতক সাইফুলকে গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশ হেফাজত-যুবলীগ নেতা পলায়ন   লোহাগাড়া-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close