ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৪ পিএম  (ভিজিট : ২৪৪)
অব্যাহত ভয়াবহ লোডশেডিং এর কারণে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ওনুআ চত্বর এলাকায় এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান, পৌর এলাকা জুড়ে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। বিশেষ করে ৬নং ওয়ার্ডের সাফুয়া চরহোগলাসহ আশপাশের এলাকায় সারাদিনে নামমাত্র বিদ্যুৎ থাকে। ফলে বাধ্য হয়ে তারা রোববার সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসি। আমরা বিদ্যুতের দুরবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিলের পরিমাণ করছে না।

এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। পরে তিনি পল্লীবিদ্যুতের ডিজিএম সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আস্বস্থ করেন।

ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করার কথা শুনে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close