ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হলেন অধ্যাপক মাহবুবর রহমান
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৯ পিএম  (ভিজিট : ১৭৪)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান নিয়োগ পেয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে তথ্যটি জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমাসে ছয় হাজার টাকা হারে মাসিক সম্মানী পাবেন।

শনিবার দুপুরেই দায়িত্বে যোগদান করেছেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

অধ্যাপক ড. মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লিয়ন থেকে। ২০০৪ সালে তিনি রাবির রসায়ন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সহযোগী অধ্যাপক এবং সবশেষে ২০১৭ সালে অধ্যাপক পদে উর্তীন্ন হন।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close