ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গুলশানে মধ্য রাতে ব্যাংক ডাকাতির সময় আটক ১০
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম  (ভিজিট : ২৩৪)
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে ডাকাতির চেষ্টার সময় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গুলশান ২ এলাকায় ফাইন্যান্স স্কয়ার নামের বহুতল ভবনটিতে এ ঘটনা ঘটে। ভবনটিতে এক্সিম ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, অর্ধশতাধিক ডাকাত ভবনটিতে প্রবেশ করে প্রথমে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালান। ভবনটিতে এক্সিম ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে প্রায় ৫০ জন লোক মোটরসাইকেল ও গাড়িতে এসে ১০৩ নম্বর সড়কের ওই ভবনে প্রবেশ করে। তারা ভবনের নিরাপত্তারক্ষীদের বেঁধে ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে এসে ১০ জনকে আটক করে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫ টায় সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ। 

তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে শুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে এক দল লোক ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে হাতেনাতে আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় এক্সিম ব্যাংকের কর্মকর্তারা থানায় আছেন। ব্যাংক কর্মকর্তারা বাদি হয়ে মামলা করবেন। মামলার কাজ প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close