ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

শিক্ষার্থীদের বিক্ষোভে পাবনায় কবর থেকে মরদেহ উত্তোলন স্থগিত
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ পিএম  (ভিজিট : ২৬৮)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের মরদেহ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান ন্যায়। পরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, জাহিদ ও নিলয়ের লাশ ময়নাতদন্তের নামে শহীদ দুই শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে এটাই প্রমাণ। তাকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির কার্যকরের দাবিও জানান তারা। 

পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম মরদেহ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ছাত্র আন্দোলন-শিক্ষার্থীর মৃত্যু   মরদেহ উত্তোলন-স্থগিত   পাবনা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close