ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাতক্ষীরা সীমান্ত থেকে ২ কোটি টাকার ভারতীয় মাদক উদ্ধার
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৫ এএম  (ভিজিট : ১৯৪)
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এসব মাদকদ্রব্য জব্দ করার সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র নায়েক কাজী হুরমুজ আলী এর নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্তের কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ওই স্থান থেকে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশী মদ জব্দ করে। এসব ভারতীয় মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ক্রিস্টাল মেথ (আইস) ও ‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ যা এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়। বাংলাদেশে এসব মাদক নিষিদ্ধ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close