ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত স্বার্থান্বেষী গোষ্ঠী’
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৯ পিএম  (ভিজিট : ৪১৮)
একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার ওপর আঘাত হানতে শুরু করেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গাইবান্ধায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালনকালে এসব কথা বলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মীরা।

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘পথে নামো, কণ্ঠে ধরো’ স্লোগানে সারা দেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) সকাল ১০টায় গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি। এতে উদীচী গাইবান্ধা জেলা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ একসাথে প্রাণের আবেগে গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত।

এরআগে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান ও উদীচী গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম।

তারা ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের সর্বস্তরের জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দিতে সকলকে আহ্বান জানান।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী   গাইবান্ধা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close