ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ধামইরহাটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম  (ভিজিট : ২৮০)
নওগাঁর ধামইরহাটে নির্মাণাধীন ভবনের দুই তালা থেকে মাটিতে পড়ে মাসুম হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় সময়ের আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিহতের পরিবার।

মাসুম উপজেলার উমার ইউনিয়নের চকচন্ডী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। সে ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো। মাসুমের অকাল মৃত্যুতে বন্ধু ও পরিবারে মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ওই ছেলেটি উপজেলার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ড এলাকায় সঞ্জয়ের বাসার দুতলায় বেলকনির সামনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল। হঠাৎ বাঁশের চাটার উপর থেকে নিচে পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। এসময় কান এবং নাক দিয়ে রক্ত ক্ষরণও হচ্ছিল।’

‘এরপর স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।’

বাড়ির মালিক অঞ্জয় পালের স্ত্রী লিলিমা বলেন, বাড়িতে প্লাস্টার এবং টাইলসের কাজ চলছিল। ওই দিন সকালবেলা নিহত মাসুমকে বারবার করে বলেছিলাম, পাশে বৈদ্যুতিক অনেকগুলো তার আছে রিক্স নিয়ে কাজ করার কোন দরকার নেই। এরপর দুর্ঘটনাটি ঘটে। তবে বৈদ্যুতিক তারে নয় সম্ভবত পা পিছলে নিচে পড়ে যাওয়ার কারণে সে আহত হয়েছিল।’

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘নিহত মাছুম গত বুধবার রাত সাড়ে ১১টায় চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বুধবার রাতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।’

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close