ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৩ পিএম  (ভিজিট : ৩০২)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের সরকারি বৃন্দাবন কলেজের সামনে ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

শহীদি মার্চ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় শিক্ষার্থীরা জানায়, এক মাস পর হয়ে গেছে অপরাধীদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। আমরা চাই দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। 

তারা আরও বলেন, বর্তমানে যারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা কেউ ছাত্র নয়। যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় তারা আওয়ামী লীগের দোসর। তাই অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ছাত্র আন্দোলন-শহীদদের স্মরণ   শহীদি মার্চ পালন   হবিগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close