ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৪ বছর সার্বিয়ার না থাকায় হোসেনপুরে দুর্ভোগ আকাশচুম্বী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৬ এএম  (ভিজিট : ২৬৮)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে দীর্ঘ চার বছর যাবত সার্ভিয়ার না থাকায় সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন।

জানা যায়, ২০২১ সালের জানুয়ারিতে এ পদে থাকা মনির হোসেনকে জেলা  অফিসে বদলি করার পর তিনি সেখানে চলে যান। সে সময় থেকে অদ্যাবধি এ অফিসের জন্য স্থায়ী কোন লোক নিয়োগ না পাওয়ায় করিমগঞ্জ উপজেলার মাইনুল হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করে আসলেও কার্যত তিনি ভূমি সংক্রান্ত কোন সমস্যার কোন সমাধানে মাঠ পর্যায়ে যেতে না পারছেন না;  জমিজমা সংক্রান্ত বিরোধে একাধিক হত্যা ও মারামারির ঘটনায় দিন দিন বেড়েই চলছে। যে জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রতিনিয়ত দেন দরবার করেও এর সুরাহা করা যাচ্ছে না।

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান, সার্ভিয়ার না থাকায় দিন দিন ভূমি সংক্রান্ত জটিলতায় কাজের গতি ফিরে আসছে না। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান চান।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভূমি অফিস-সার্বিয়ার নেই   হোসেনপুর উপজেলা   কিশোরগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close