ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ পিএম  (ভিজিট : ২৩২)
সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নতুনবন্দর স্থলবন্দর সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দু’দেশের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান। এছাড়া ভারতের ১৩ সদস্যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক চন্দ্র কান্ত উপাধ্যায়া।

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, অধিনায়ক পর্যায়ের এ বৈঠকে সীমান্ত হত্যা, সীমান্তে নজরদারি বৃদ্ধি, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। 

তিনি বলেন, বর্তমানে সীমান্তে আগের থেকে অনেকটা পরির্বতন আসছে। এছাড়া দু’দেশের বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অধিনায়ক পর্যায়ের এ বৈঠকের আয়োজন করা হয়।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close