ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবীনগর পল্লী বিদ্যুৎ অফিসে ১০ দফা দাবিতে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম  (ভিজিট : ২৬৮)
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থী, বিদ্যুৎ গ্রাহক ও সাধারণ মানুষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর জোনাল অফিসের প্রধান ফটকের সামনে প্লে কার্ড ও লিফলেট হাতে নিয়ে এই কর্মসূচি পালন করেন। 

স্থানীয় শিক্ষার্থী ও প্রতিবাদকারীরা ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে বলেন, "আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।" 

তারা বলেন, স্থানীয় প্রশাসন দ্রুত তাদের দাবিগুলোর প্রতি মনোযোগ দিবে এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে। আর যদি দাবি মেনে না নেয় তাহলে আগামী রোববার পল্লীবিদ্যুতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল, পল্লীবিদ্যুৎ কে দালালমুক্ত করণের জন্য নবীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ২১টি ইউনিয়নের ছাত্রসমাজ ও আপামর সাধারণ জনগণকে প্রেসক্লাবের সামনে বৃহৎ আকারে প্রতিবাদ, আন্দোলন ও মানববন্ধন করবো। 

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close