ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সহ সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে জবি ছাত্রলীগ কর্মীর মারধর
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম  (ভিজিট : ৩১৮)
বাসের হেলপারকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সহ সমন্বয়ক পরিচয় দিয়ে হেলপারকে মারধর করা ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তৌসিফ শাকিল। জানা যায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় একটি বাসের হেলপারকে মারধর করার পর শাকিল বলেন, আমি জগন্নাথের সহ সমন্বয়ক আমাকে চিনিস। ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে শাকিল পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলো।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ সমন্বয়ক নামে কখনোই কোন ধরনের পদ ছিলো না বলে নিশ্চিত করেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ সমন্বয়ক নামে কোন পদ ছিলো না। আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি ছাত্রলীগের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলো তারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী নাম করে নানা অপকর্মে লিপ্ত হয়েছে। যতটুকু জানতে পেরেছি, বাসের হেলপারের সাথে খারাপ আচরণ করে শাকিল যে সহ সমন্বয়ক পরিচয় দিয়েছে আমার জানামতে সে আমাদের এ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো সর্বদা। এদের একটাই এখন লক্ষ্য নানান মুখোশ পরে বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে। ছাত্রলীগের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্রকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং এর সদস্য শাহিন আলম সান বলেন, বাসের হেলপারকে মারধর করা শাকিল নামের এই ছেলেকে আমি চিনি না। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে সে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলো। ইতোমধ্যে এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ছাত্রলীগ কর্মী ছিলো। এই অপকর্মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দ্রুতই ব্যবস্থা নিবে। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন সমন্বয়ক বা অন্য যেকোনো পরিচয় দিয়ে কেউ অপকর্মে জড়িত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছেড়ে দিবে না। তাই যারা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন সাবধান হয়ে যান।

জানা যায়, শাকিল সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদে ছিলো। তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close