ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৯ এএম  (ভিজিট : ১৮৬)
কুড়িগ্রামের উলিপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মাথায় ইটের আঘাত পান তিনি। পরেরদিন বিজয় মিছিল শেষে সন্ধ্যার সময় বাসায় যাওয়ার পথে অজ্ঞান হয়ে পরেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দুপুরে মারা যান আশিক।

রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আশিকের মরদেহবাহী এম্বুলেন্স কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার সকালে কুড়িগ্রাম শাপলা চত্বরে জানাজা শেষে মরদেহ উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাড়িতে নেয়া হয়।

আশিকের মরদেহ দেখতে ও জানাজায় অংশ নিতে অসংখ্য মানুষের ঢল নামে। নিহত আশিক ব্যবসায়ী মো. চাঁদ মিয়ার ছেলে। দুই ছেলের মধ্যে বড় তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close