ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হাটহাজারী মডেল থানার ওসিকে প্রত্যাহার
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২১ এএম আপডেট: ০৩.০৯.২০২৪ ৮:৪৭ এএম  (ভিজিট : ২৬৫)
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

সোমবার (২ আগস্ট) তিনি এই প্রত্যাহার আদেশ দেন এবং দ্রুততম সময়ের মধ্যে থানায় নতুন ওসি পদায়ন করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। 

প্রত্যাহারের বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত রোববার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় চট্টগ্রাম জেলা পুলিশের আওতায় থাকা ১৬টি থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার আদেশ দেন তিনি। প্রত্যাহার করা বারো থানার ওসি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। 

একযোগে বদলি হওয়া ১২ থানার ওসিরা হলেন- রাউজান থানার জাহিদ হোসেন, হাটহাজারী মডেল থানার  মো.মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভুজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার  তোফায়েল আহমেদ, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, সন্দ্বীপ থানার মো. কবির হোসেন এবং মীরসরাই থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close