ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

এস আলম মালিকানাধীন গাড়িতে চড়ায় সালাহউদ্দিনের দুঃখ প্রকাশ
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৪ ৫:৪৭ পিএম  (ভিজিট : ১৭১)
আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

ঘটনার ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যে, দীর্ঘ ১০ বছর পর আমি আমার এলাকায় যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে একটি গাড়িতে উঠি; যে গাড়িটি একটি কোম্পানির ছিল এস আলম কোম্পানির।’

তিনি বলেন, ‘একটি সংবাদমাধ্যম আমার বক্তব্য জানতে চেয়েছিল। আমি বলেছি আমি নিজেই এটা জানতাম না। জেলা বিএনপির নেতৃবৃন্দ সকল ব্যবস্থা করেছে। কক্সবাজার বিমানবন্দর সড়কে গাড়িতে পরিপূর্ণ ছিল। আমি নামার পর কিছু গাড়ি দেখেছি। স্থানীয় নেতারা বলেছেন, ওই গাড়িতে উঠেন তাই আমি উঠেছি। ’

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘পরে জেনেছি, আমার এলাকার এক ছোট ভাই ওই কোম্পানির জমি জমা দেখাশোনা করে, সেই গাড়িটি নিয়ে গিয়েছিল। সেটা একটা পুরাতন গাড়ি ছিল, আমি যদি জানতাম তাহলে আমি ওই গাড়িতে উঠতাম না। তারপরও আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। অনিচ্ছাকৃত ভাবে এ ঘটনাটি ঘটেছে- এজন্য আমি দেশবাসীর নিকট দুঃখ প্রকাশ করছি।’

এরআগে গত বুধবার দুপুরের ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে দলের নেতা-কর্মীদের গাড়ি বহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি যে গাড়িতে ওঠেন সেটি ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন ও এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে নিবন্ধন করা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। দেশের ছয়টি ব্যাংকের মালিকানা ছিল এই গ্রুপের। গত ৫ আগস্ট সরকার পতনের পর একে একে সামনে আসছে এস আলম গ্রুপের দুর্নীতি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী গোষ্ঠী-এস আলম গ্রুপ   বিএনপি নেতা-সালাহউদ্দিন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close