প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম (ভিজিট : ২৫২)
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি এলাকা হতে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মোক্তার মল্লিক (৪৪) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রোববার (১ সেপ্টেম্বর) ভোর রাতে ঐ সন্ত্রাসীকে আটক করা হয়।
আটক মোক্তার মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে।
র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি আজ (রোববার) ভোর রাতে মহিষগাড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে। সেসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
এদিন দুপুরে জব্দকৃত আলামতসহ শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।
সময়ের আলো/আরআই