ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ওসমানী মেডিকেলে ডাক্তারদের বিক্ষোভ, চিকিৎসা সেবা স্বাভাবিক
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৪ ৬:১২ পিএম  (ভিজিট : ১৮৫)
ঢাকা মেডিকেলে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) শিক্ষক ও ইন্টার্নরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তারা হামলাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। তবে হাসপাতালের স্বাস্থ্য সেবা স্বাভাবিক ছিলো। 

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী চিকিৎসক নার্সরা সকল ওয়ার্ডে এবং বহি-বিভাগে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। জরুরি বিভাগসহ অন্য বিভাগে রোগী উপস্থিতি ও সেবাদান ছিলো স্বাভাবিক দিনের মতোই। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে রোববার ৩ হাজার ১৮৮ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ৫০০ শয্যার বিশেষায়িত এ হাসপাতালে আজ (রোববার) ভর্তি ছিলেন ২ হাজার ৭২০ জন রোগী। 

ডাক্তারদের বিক্ষোভে স্বাস্থ্য সেবায় কোনো প্রভাব পড়েনি বলে উল্লেখ করেন হাসপাতালের উপ-পরিচালক।। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-বিক্ষোভ   চিকিৎসা স্বাভাবিক   সিলেট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close