ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শ্রমিক আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৭ পিএম  (ভিজিট : ১৮০)
এগারো দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পিপলস সিরামিকস লিমিটেড নামক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা।

এদিন বেলা সাড়ে এগারোটা দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর উপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর আগে সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানায়। পরে কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। পরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক বলেন, আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর যাবত অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি। এ ঘটনায় কারখানা মালিক লুৎফর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close