ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কালিয়াকৈরে চাঁদা দিতে বাধা দেয়ায় হামলা, প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ পিএম  (ভিজিট : ৬১৬)
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দি‌তে অস্বীকার করায় ব্যবসায়ী‌দের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 

রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মৌচাক ব‌াস স্টেশন এলাকায় এ মানববন্ধন করা হয়। 

মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ পারভেজ জানান, গত কয়েকদিন যাবত কতিপয় সন্ত্রাসীরা মৌচাক বাজা‌র ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছিলো। এসময় ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে গত ৩০ আগস্ট বিকালে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এতে দুইজন ছু‌ড়িকাঘাতসহ অন্তত ১০জন ব্যবসায়ী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানী‌য় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে বাধা দিলে তাদের উপরও হামলা করে চাঁদা দাবীকারীরা।

এ বিষ‌য়ে কা‌লিয়া‌কৈর থানায় মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক‌টি অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁদা দাবী কারী ও হামলাকারী‌দের  দ্রুত গ্রেফতারসহ বিচারদাবী‌তে ব‌্যবসায়ী‌, শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন করেছে।

মানববন্ধন বক্তব্য রাখেন- মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ রানা, আবুল কাশেম, মিথিলা আক্তার, শিউলি আক্তার, রিফাত হোসেন প্রমুখ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close