প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০:৪৬ পিএম (ভিজিট : ২০৮)
লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে।
পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানায়, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জিকে