ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

‘শেকল ভাঙার পদযাত্রা’ থেকে ১৩ দফা দাবি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৬:৪২ পিএম আপডেট: ৩১.০৮.২০২৪ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৭৬)
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারসহ ১৩ দফা দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করেছেন সচেতন নারী সমাজের সদস্যরা। 

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে এ পদযাত্রা সংসদ ভবনে গিয়ে শেষ হয়। এদিন রাত ১০টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীরা একত্রিত হতে থাকেন। 

সেখান থেকে ফেস্টুন, ব্যানার ও মশাল জ্বালিয়ে পদযাত্রাটি শুরু হয়। এরপর তা সায়েন্সল্যাব, কলাবাগান ও আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে সমাবেত হয়। এ সময় তারা ‘দিনে হোক রাতে হোক/ সামলিয়ে রাখো চোখ’, ‘চলন-বলন পোশাক রাখো/ রাষ্ট্র এবার দায় নাও’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। এতে অগ্নিমশাল হাতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কৃষ্ণকলি ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদসহ বেশ ক’জন মানবাধিকারকর্মী। শিল্পী সায়ানের একটি গানের মাধ্যমে এ পদযাত্রা সমাপ্ত করেন নারীরা। গানটির শিরোনাম ‌‘মা-বোনেরা সাহস করো’।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close