ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:৫৮ এএম  (ভিজিট : ১৯০)
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে। তার বাবার নাম মৃত চান মিয়া।

হাসপাতালে নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল জানান, ৩ ছেলের জনক বাসু মিয়া। তার ছেলে এবং স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তিনি। পেশায় অটোরিকশাচালক তিনি।

শাকিল জানান, অধিকাংশ সময় রাতে নিজের অটোরিকশা চালাতেন বাসু মিয়া। গতরাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। এরপর ভোরের দিকে তার ফোন থেকে পথচারীরা ফোন করে জানায়, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তখন পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এই খবর শুনে পরবর্তীতে স্বজনরা ঢাকা মেডিকেলে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। 

তবে তার অটোরিকশা, ফোন ছিনিয়ে নিতে পারেনি। রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় তিনি তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে এবং পেটে ছুড়িকাঘাত করেছে বলে ধারণা স্বজনদের।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close