ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জন
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১০:৫৩ পিএম  (ভিজিট : ৩২৪)
সম্প্রতি ভারতীয় উজানের পানি ও অতিবৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের বন্যা হয়। এতে জেলার ৬ উপজেলার প্লাবিত হয়ে লাখলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই জোয়ারের পানিতে ভেসে যায় তবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি তখন। ইতিমধ্যে পানি কমে যাওয়ায় অনেকের গলিত লাশ পাওয়া যাচ্ছে। এদের সংখ্যা এ পর্যন্ত ২৩ জন জন বলে পুলিশের প্রশাসনের বরাতে শুক্রবার (৩০ আগস্ট) রাতে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এরমধ্যে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অজ্ঞাত পুরুষ (৩৩) ও অজ্ঞাত পুরুষ (৪৫) ও তের বাড়িয়ার সালেহ আহ্মমদের মেয়ে উম্মে সাইমা (৯) এর মরদেহ পাওয়া যায়।

এছাড়া ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাতনামা মহিলা (৩৮), উত্তর মন্দিয়া গ্রামের ফুরফুরের নেছা (৭৫), কাশিপুর গ্রামের আইউব খান (৬০), পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকার আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), মির্জানগরের দেলোয়ার হোসেন (৫০) ও ফুলগাজী উপজেলার নোয়াপুরের হাবিবের স্ত্রী শাকিলা (২২), উত্তর করইয়ার বেলালের ছেলে কিরন (২০), দক্ষিণ শ্রীপুরের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুডার রহিম বাদশার ছেলে আবুল খায়ের (৫০), লক্ষিপুরের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনির হাটের নুর ইসলামের কন্যা রজবের নেছা (২৫), পুর্ব দরবার পুরের ইউসুফ (৬০) ও সোনাগাজী উপজেলার সমপুরের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), অজ্ঞাতনামা পুরুষ (৩৮), (হিন্দু) অজ্ঞাতনামা মহিলা (৩৮), ছাড়াইতকান্দির শেখ ফরিদের ছেলে আবির (৩) ,অজ্ঞাতনামা পুরুষ (৪০) ,অজ্ঞাতনামা পুরুশ (২২) জন  এবং দাগনভূঞা উপজেলার সাং উত্তর করিমপুরের নুর নবীর ছেলে নূর মোহাম্মদ মিরাজ (৮ মাস) ও  আলমপুরের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close